সম্প্রতি সচলায়তন থেকে তনুজা ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। তিন পর্বের এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি এখানে প্রকাশ করা হল। এই পর্বের সবচেয়ে চুম্বক অংশ হল শেষ দিকে সচলায়তন নিয়ে তনুজার মতামত।
তনুজা ভট্টাচার্য আমার ব্লগে নিয়মিত লিখে থাকেন। সম্প্রতি তিনি অমর একুশে বইমেলা ২০১০ এ প্রকাশিত কাব্যগ্রন্থ "সাময়িক শব্দাবলী" এর জন্যে সিটি-আনন্দ আলো সাহিত্য পু...