লিখব ভেবেছিলাম আগেই। নিলয় দাশ মারা গেছে 11ই জানুয়ারি। বেচারা তেমন খবরের শিরোনাম ছিলো না। আমার শোনা একটা এলবাম এর বাইরে হয়তো আরও কিছু গান থাকতে পারে। কত যে খুজেছি তোমায় আমার খুব পছন্দের গান নয় তবে অনেকের পছন্দ।