বিগত শতাব্দীর একদিন ।
আমরা কেউ সদ্য কিশোর, কেউ উজ্জ্বল যুবা, কেউবা সংসারী মধ্যবিত্ত ।
স্কুল পালিয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, অফিস থেকে জোর করে বেরিয়ে এসে আমরা লাঠি গুলি টিয়ার গ্যাসকে রুখে দাঁড়িয়েছিলাম । আমরা অস্বীকার করেছিলাম জলপাই অশ্লিলতা , পতন ঘটিয়েছিলাম স্বৈরাচারের ।
আমরা পেরেছিলাম, কারন একজন এই দিনে আমাদের শিখিয়েছিল-- কি করে হাসতে হাসতে মৃতু্যকে বরন করা যায়, অন্যদের বাঁচিয়ে রাখার জন্য ।
[b]
আজ সেই দিন, সেই একজন -