আপনি আসবেন বলে সাইরেন ফুকে চলে যাচ্ছে দানব গাড়ি,কালো পোষাক,খাকি পোষাক পরে সিপাহী-সাস্ত্রীরা দলে দলে দাড়িয়ে আছে রাস্তার দুপাশে।ওয়্যারলেসে বড়ো বাবুর চিৎকার,দারোগা বাবুর হুইসেল,জলপাই দেবতাদের সাইরেন.... কিছুই আমাকে আর আটকে রাখতে পারছে না।
কারন, প্রয়োজন মানুষকে সাহসী করে তুলে, আর আমার এখন বাড়ি ফেরাটা খুউব প্রয়োজন।
নেত্রী,আপনি আজ খুব দেরী করছেন।হীরের নেকলেসটা কি ড্রয়ারে খুজে পাচ্ছেন না.....বিদায় বেলা জায়রার কপালে চুমু দিতে ভুলে গিয়ে চৌকাঠ থে