Archive - ফেব 2006 - ব্লগ

মনোহরদীর রেইনট্রি নিধন ও বাংলাদেশের বৃক্ষ বিশেষজ্ঞবৃন্দ

হীরক লস্কর এর ছবি
লিখেছেন হীরক লস্কর (তারিখ: বুধ, ০১/০২/২০০৬ - ৮:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


নরসিংদী জেলার মনোহরদীর ইউএনও রেইনট্রি কাটার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশে অনেক রেইনট্রি কাটা হয়ে গেছে। দেশের কিছু পত্রিকায় রেইনট্রি কাটাকে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হিসেবে চিহ্নিত করে প্রচুর লেখালেখি হচ্ছে। ডেইলি স্টারে অত্যন্তকড়া সম্পাদকীয় লেখা হয়েছে আজ।
সাংবাদিকরা কিছু বৃক্ষ বিশেষজ্ঞদের প্রশ্ন করেছিলেন রেইনট্রি পরিবেশের জন্য খারাপ কিনা? তারা জবাব দিয়েছেন এরকম কোনো কথা তারা কোথাও শুনেননি এবং কোনো বইয়ে পড়েন নি।
বিশেষজ্ঞদের এই অজ্ঞতায় আমি হ