। ।
দৃষ্টির জানালায় বসে তুমি পথচারীদের দেখো
বামদিকে চলে যায় সন্ন্যাসিনী
ডানদিকে হেঁটে চলে যান দেহোপজীবিনী,
সরলভাবে তুমি বলতে পারো----
"আহা একজন কত মহৎ
আর অন্য জন ঘৃন্য পাপী''---
তারপর তুমি চোখ বন্ধ করলে শুনবে কে যেন
ফিসফিস করে বলছে,
''একজন প্রার্থনার মধ্যে আমাকে খুঁজে পায়,
অন্যজন কাতর যন্ত্রনায়,
আসলে এই দুজনেরই শক্তি প্রাচুর্যের মধ্যে
আমার শক্তিরই নিকুঞ্জ বন-----"
--------------------------------------
আদম সন্তান হিসেবে আমার মর্যাদা ফিরিশতার উপরে। খবরদারী, তদারকি আমি করতেই পারি। আমার আগেও অনেকে করেছেন। নতুবা আমার ঘাড়ের একটা মাথা শায়খ-বাংলার জমানায় উঁচা করার সাহস দেখাতাম না। রীতিমত গল্পের বই আছে, 'জিব্রাইলের ডানা'। লেখক শাহেদ আলী, আবার নামে মুসলমান না। স্বরচিত রবীন্দ্র সঙ্গীত লেখা প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানের পেয়ারা বাঙালি লেখকদের মাঝে হীরকখন্ড।
শাহেদ আলীকে যদি আমল না দেন তবে ধর্ণা দেব পবিত্রভূমিতে। খোদ আরবজাহানে। আরব জাহানে জিবর
আদম সন্তান হিসেবে আমার মর্যাদা ফিরিশতার উপরে। খবরদারী, তদারকি আমি করতেই পারি। আমার আগেও অনেকে করেছেন। নতুবা আমার ঘাড়ের একটা মাথা শায়খ-বাংলার জমানায় উঁচা করার সাহস দেখাতাম না। রীতিমত গল্পের বই আছে, 'জিব্রাইলের ডানা'। লেখক শাহেদ আলী, আবার নামে মুসলমান না। স্বরচিত রবীন্দ্র সঙ্গীত লেখা প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানের পেয়ারা বাঙালি লেখকদের মাঝে হীরকখন্ড।
শাহেদ আলীকে যদি আমল না দেন তবে ধর্ণা দেব পবিত্রভূমিতে। খোদ আরবজাহানে। আরব জাহানে জিবর
সুইজারল্যান্ডে যাওয়ার একটা সুযোগ এসেছে মাঝ সেপ্টেম্বরে। শীত নিশ্চয়ই তখন তুষারসহ নামবে। কতটা ঘুরাঘুরি করা যাবে নিশ্চিত হতে পারছি না। ঠিক কয়দিন থাকলে মোটামুটি দর্শনীয় স্থানগুলো দেখা যাবে তাও জানি না। ব্লগে নিশ্চয়ই অনেকের ধারণা আছে দেশটির সম্পর্কে। কেউ কেউ গেছেনও নিশ্চয়ই। তা যে যা জানেন একটু আওয়াজ দিন। আমি আসলে জানতে চাচ্ছি: 1. ঐ সময় আবহাওয়াটা কত খারাপ থাকে? 2. 3 দিন থাকাটা কি যথেষ্ট? 3. না দেখলে সুইজারল্যান্ড দেখাই হলো না এরকম দর্শনীয় স্থানগুলো কী
সুইজারল্যান্ডে যাওয়ার একটা সুযোগ এসেছে মাঝ সেপ্টেম্বরে। শীত নিশ্চয়ই তখন তুষারসহ নামবে। কতটা ঘুরাঘুরি করা যাবে নিশ্চিত হতে পারছি না। ঠিক কয়দিন থাকলে মোটামুটি দর্শনীয় স্থানগুলো দেখা যাবে তাও জানি না। ব্লগে নিশ্চয়ই অনেকের ধারণা আছে দেশটির সম্পর্কে। কেউ কেউ গেছেনও নিশ্চয়ই। তা যে যা জানেন একটু আওয়াজ দিন। আমি আসলে জানতে চাচ্ছি: 1. ঐ সময় আবহাওয়াটা কত খারাপ থাকে? 2. 3 দিন থাকাটা কি যথেষ্ট? 3. না দেখলে সুইজারল্যান্ড দেখাই হলো না এরকম দর্শনীয় স্থানগুলো কী