আমার বস্ মানুষটা মাথা মোটা টাইপ লোক। নিজে যা ভালো মনে করে সেটাই করবে। গ্রুপ-ওয়ার্কের নামে সবাইকে নিয়ে ব্রেইন স্টর্মিং সহ নানান সব হাবিজাবি কাজ করবে। শেষে দেখা যাবে - নিজের নেয়া সিদ্ধান্তে অটল। ব্যাপারটা বুঝতে আমার বেশী দিন লাগেনি। তাই এখন তার সাথে আমার সহজাত স্বভাবে কথা বলি না। সব উলটা-পালটা স্টাইলে কথা বলি। খেয়াল করেছি - এটাই তার পছন্দ।এই যেমন আজ। আজ আমি অফিসে আসলাম সাড়ে এগারোটায়। ড্রেস কোডের কোন তোয়াক্কা না করে জিন্স আর কেড্স পরে আসলাম - এটা দ
তৃতীয় বিশ্বের যুবকরা এতদিন শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হয়েছে, এ নিয়ে উন্নত বিশ্বের কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু একসময় ব্রিটেন আবিষ্কার করলো তার মাটিতে জন্ম নেয়া, ব্রিটিশ কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যুবকেরা ইসরাইল, ইরাকে গিয়ে আত্মঘাতী হচ্ছে। কি এক পররাষ্ট্রনীতির অজুহাতে লন্ডনে ট্রেনে বোমা ফাটাচ্ছে। তারপর থেকে ব্রিটিশ মিডিয়া, রাষ্ট্র জানতে উদগ্রীব এসব মৌলবাদী যুবকদের সম্পর্কে। কী তাদেরকে প্রাণিত করে এই আত্মধ্বংসে? চ্যানেল ফোরে বেশ কয়েকটি ডকুমে
তৃতীয় বিশ্বের যুবকরা এতদিন শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হয়েছে, এ নিয়ে উন্নত বিশ্বের কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু একসময় ব্রিটেন আবিষ্কার করলো তার মাটিতে জন্ম নেয়া, ব্রিটিশ কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যুবকেরা ইসরাইল, ইরাকে গিয়ে আত্মঘাতী হচ্ছে। কি এক পররাষ্ট্রনীতির অজুহাতে লন্ডনে ট্রেনে বোমা ফাটাচ্ছে। তারপর থেকে ব্রিটিশ মিডিয়া, রাষ্ট্র জানতে উদগ্রীব এসব মৌলবাদী যুবকদের সম্পর্কে। কী তাদেরকে প্রাণিত করে এই আত্মধ্বংসে? চ্যানেল ফোরে বেশ কয়েকটি ডকুমে