অনেকেই এই পোষ্টের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে, তাদের মতের প্রতি আমার শ্রদ্ধাও আছে, এরপরও তাদের মতের প্রতি শ্রদ্ধা রেখেও গনমতের বিপক্ষে এই পোষ্ট করলাম।
মৌলবাদী গোষ্ঠি সবসময়ই ক্ষমতাবানদের পা চাটা কুকুর, তারা সব সময় স্বার্থসিদ্ধির সম্ভবনায় ক্ষমতাবানদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছে, উপমহাদেশের রাজনীতিতে প্রথম বার বঙ্গভঙ্গের সময়ে জল ও পানির রাজনীতি শুরু হয়েছিলো। শুরু হয়েছিল এরও কিছুদিন আগে যখন ফার্সির বদলে হিন্দিকে দাপ্তরিক ভাষা করা হলো।
সেসময় মুসলীম লীগ গঠিত হয়েছিলো মুসলমানদের ব্রটিশ আনুগত্য আনার জন্য, যে কারনে জিন্নাহ মুসলীম লীগ গঠিত হওয়ার প্রথম 1 যুগ মুসলীম লীগের রাজনীতি করেন নি। তখন জিন্নাহর রাজনীতি ছিলো ভারতের স্বাধীকারের রাজনীতি,