গত তিন মাসে সচলায়তন বাংলা ব্লগোমন্ডলে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। সচলের সদস্য এবং পাঠকেরা সাড়া পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন, বাংলা ভাষায় ব্লগিঙের আকর্ষণে এতো মানুষের সমাবেশ নিঃসন্দেহে প্রেরণা যোগাবে সচলায়তনের সদস্যদের।
সচল...
ঈশ্বর,
ইয়ে, আমার নিক টা কি আমি বদলে নিতে পারি?
আমি চাইছি, আমার বর্তমান নিক 'ফাহা' বদলে নতুন নিক 'ফারুক হাসান' হোক।
খাতা ঠিক রেখে এটা কী সম্ভব?
যদি হয়, তোমার অশেষ কৃপা।
বিনয়াবনত
ফাহা / ফারুক হাসান