অফিস থেকে বাসায় ফিরে চিন্তা করছিলাম কি করবো কাল বড়দিন কিন্তু অফিসে যেতে হবে, বাস পাবোনা, ট্রেন বন্ধ, অফিস থেকে যদি গাড়ি না পাঠায় যাবো কি ভাবে? অফিস নিয়ে এসব ভাবতেই স্কাই ৮১৪ টিউন করলাম। প্রথমেই টিভি পর্দায় দেখলাম বন্ধু রনির চেহারা...