এক শিক্ষিত ভদ্্রলোক বিয়ে করেছেন গ্রামের এক অর্ধশিক্ষিত মুখরা বালিকাকে ।
বিয়ের রাতে ভদ্্রলোক বালিকাকে প্রেম ভরা গলায় বলতে লাগলেন -- ' এই দেখো দেখো , আজ কি সুন্দর চাঁদ, কি মোহময় জোছনা '
মুখরা বালিকা বলে উঠলো-- ' হ বুঝছি, আপনে আমারে লাগাইবার চান '
***********************************************
জামাল ভাস্করের পোষ্ট
ইসলামের পঞ্চম খলিফা মুয়াবিয়া , তার পুত্র ইয়াজিদ'কে খলিফা ঘোষনার মাধ্যমে রাজতন্ত্রের সুচনা করেন । কারবালায় হযরত হোসেন সহ নবী বংশের অনেককে হত্যার সাথে ইয়াজিদের সংশ্লিষ্টতা মুসলমান মাত্রই জ্ঞাত ।
জানতে আগ্রহ হয় ,এরকম যে স্বয়ং নবীজির রক্ত সম্পকর্ীয়দের হত্যার সাথে যে জড়িত ছিলো তার প্রতি মুসলমানদের, বিশেষত:মুসলিম স্কলারদের মনোভাব কেমন ছিলো ? তৎকালীন মুসলিম স্কলার যাদের অনেকের স্বয়ং নবীজির সানি্নধ্যের সৌভাগ্য হয়েছিল তারা কি ইয়াজিদ'কে প্র