এবার বিকি দিয়ে যাও, নইলে তো আর ছাড়বোনা, সাঙ্গ করে দেবো বেচাকিনি/ দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি...
এমন জোরালো আবদার তো কানাই উত্থাপন করতেই পারে, যেহেতু কানাই জেনে গেছে যমুনা পার হওয়া ভিন্ন শ্রী রাধিকা সুন্দরীর আর কোনো গতি নেই আর এ বেলা যমুনা ঘাটে কানাই ভিন্ন আর কোনো পারানি নেই ।
খেলারামের স্বয়ং পারানি হবার ঘোষনায় বাকী সব লোলচর্মগুলো ফেরার হয়ে গেছে নৌকা সমেত ।
1.
কৈশোরের জ্বরে
মরে যাওয়ার ইচ্ছে হত।
এখন
শুধু তোমার কাছে
আসতে ইচ্ছে করে।
2.
যতই গভীরে যাই কোমল
কোমল কোমল পলি
আমি চাষে মাতি...
ফসলের ঘ্রানে মেতে উঠুক
উঠোন তোমার আমার