একটা বিরাট অঘটন ঘটে গেছে। বাংলাদেশ কেমনে কেমনে যেন ক্রিকেটের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এখন পুরা জাতির গেছে মাথা আউলাইয়া।
তো ,এই মাথা আউলানো অবস্থায় সামহোয়্যার কর্তর্ৃপক্ষ আমাকে বললেন বাংলাদেশ ক্রিকেট দলের দলনেতা মি:হাবিবুল বাশারের একটি তাৎক্ষনিক প্রতিক্রিয়া জনিত সাক্ষাৎকার নিতে। আসলে কর্তৃপক্ষ একজন ভালো ক্রীড়া সাংবাদিক পাঠাতে চেয়েছিলেন কিন্তু সবাই তখন ফুর্তি ফার্তা করতে ব্যস্ত। (শেষ খবর পাওয়া পর্যন্ত এদের অধিকাংশকেই সাকুরাতে পাওয়া গেছে।তবে অ