কি এক ঘোর লাগা কবিতা...
কি এক নেশা জাগানিয়া উচ্চারণ।
কি এক ভালবাসা খেলা করে
শব্দের পরতে, জেগে ওঠে জনমানুষ...
কবে নির্বাচন হবে এই নিয়ে উত্থিত সন্দেহের নিরসন হয় নি এখনও। সেনাবাহিনীত সহায়তায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যখন জানুয়ারীর 12 তারিখে ক্ষমতার অধিগ্রহন করে এর পরপরই বাজারে গুজব ছিলো নু্যনতম 2 বছর মেয়াদে তারা থাকবে। তবে আওয়ামী লীগের নেতৃ শেখ হাসিনা জুনের ভেতরে নির্বাচনের দাবী জানিয়েছেন আর বি এন পির প্রধান খালেদা জিয়া দাবি জানিয়েছেন জুলাইয়ের ভেতরে নির্বাচনের।
বোধ হয় বাংলাদেশেও পাকিস্তানী গনতন্ত্র আমদানী হবে। সেখানে বর্তমানের পারভেজ মোশাররফ গনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি সফল বলা যায়, যুক্তরাষ্ট্রিয় গনতন্ত্র প্রবর্তিত হয়েছে সেখানে। স্বৈরতন্ত্র বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু প্রকাশ্য রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রেখেছে- তাই পাকিস