Archive - জুন 12, 2007 - ব্লগ

ব্যাঙ্ক একাউন্ট

হাসান এর ছবি
লিখেছেন হাসান (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ১২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
কুয়ো ব্যাঙ সাগরে পড়লে আইঠাই খায়, তেমনি বাংলাদেশ ছেড়ে এসে এই দেশে তেমনি ধরাটা খাইছিলাম। প্রথম ধরা খাইছিলাম proof of address নিয়া। ব্যাঙ্কে একাউন্ট খুলতে, NI নম্বরের (অনেকটা সোশাল সিকিউরিটি নম্বরের মতো) জন্য , GP-র (ডাক্তারের সাথে নিবন্ধিত হতে) জন্য আবেদন করতে এই proof of address চাই। আবার ব্যাঙ্ক একাউন্ট ছাড়া চাকুরীও পাওয়া যাবে না। হইলো ঠ্যালা!