মুখোমুখি
মারজুক আফগান
একদিন হয়ত সেদিন আসবে
আমরা বসবো মুখোমুখি
তোমার দস্তানা হয়ত খুলে দিবো আমি
তোমার মুখে মুখোস্ত দৃষ্টি রেখে-
শরতের আকাশে পালতোলা মেঘ ব্রৃষ্টিহীন তাই
হয়ত নামিয়ে রাখবে তুমি তোমার আনত চোখ।।
অসময়ের ঢেউগুলো সময়ের গহ্বরে বিলিন হয়ে যাবে
ডুবে যাবে শনি, জেগে থাকবে আধ খাওয়া চাদ
আমাদের ...