এটি ২৬ মার্চ ২০০৬ প্রচারিত হয়েছে ডয়চেভেল থেকে। মাসকাওয়াথ এখন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমে নিউজরুম এডিটর হিসেবে যোগ দিয়েছেন
সমস্ত সত্ত্বা জুড়ে আগুনের খেলা।
জ্বলন্ত আমি।
আগুন নিভাতে চাই আগুনে।।
নিভন্ত আগুন হতে ধোঁয়ার রেখা ফুটে না তবু
আগুনে ঢালি আগুন আবার-
একের পর এক
অগ্নিশিখায় ধোঁয়ার কালো রেখা মুছে দেবো
পেরে ওঠি না।
আগুনে আগুনে ছেঁয়ে যায় নীল আকাশ আমার
রঙ তবু ধোঁয়ার।
কষ্টের রঙ নীল।
আগুনে আগুনে ধূসর হয়েছে এখন সেই দুঃখ।
অচে...
সাদেকের বুকে চিকন ব্যথা।
বুকের মাঝখানে, মন যেখানে, হৃ-দয় যেখানে।
সেইখানে ছ্যাকার দগদগে ঘা।
'সাদেক তুমি বড় ভালো ছেলে। বেশি ভালো।'-এই বলে সুরমা চেয়েছিলো সাদেকের দিকে। পচিশটা সেকেন্ড।
নক্ষত্রের মত জ্বলজ্বলে প্রেমদেরও মরে যেতে হয়।
হয় নাকি! এই ভেবে সাদেকের সূক্ষ চোখ তখন খেল খতমের আলামত জব্দে ব্যস্ত শিডিউ...