ভেলরিকে নিয়ে আমি যখন "সাড়ে সাতহাজারের ভেলরি "লেখাটি লেখি তখন মাঝরাত পেরিয়ে গেছে।নিজের ভেতরের ক্রোধ,লজ্জা,অসহায় বোধ মিশিয়ে তখনকার মনের ভাব আমি প্রকাশ
করেছিলাম।লেখাটি অনেকটাই হঠাৎ করে লেখা,কোন আলাদা ভাবনা চিন্তা নেই,হুট করে এফ.সি.আর.পি'কে মেইল দেবার পর মনে হলো এ বিষয়টি ব্লগেও শেয়ার করা উচিত,আর তাই একটি পোস্ট দেয়া।
এরই মাঝে পেরিয়ে গেছে ২ সপ্তাহ,বুড়িগঙা দিয়ে গড়িয়ে গেছে অনেক ঘোলাজল,তাই এ প্রসঙ্গে আরেকটি লেখা দেবার প্রয়োজন মনে করছি।
প্রথমেই আসি ভেলরি প্রসঙ্গে।
বর্তমানে পরিস্থিতি অনেক পাল্টেছে,আমাদের সকলের সমবেত চেষ্ঠায় সি.আর.পি'তে সমন্বয়ক হিসেবে ভেলরির আংশিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে।সংশ্লিষ্ঠ সকলের সাথে কথাবার্তা বলে যতোদূর বুঝতে প