অমর একুশে গ্রন্থমেলা ডায়রি
১০ ফেব্রুয়ারি ২০০৮
লেখালেখি করার মত মানসিক অবস্থায় আমি এখন নাই। হঠাৎ করেই আমি ধরতে পেরেছি কী ভয়ংকর একটা ব্যাপার ঘটে গেছে। আমার বইটা বের হয়ে গেছে!
এটুকু জানিয়ে রাখতে পারি আজ মোড়ক উন্মোচননের অনুষ্ঠান, ও অনুষ্ঠান পরবর্তি সময়টুকু যতটুকু আশা করেছিলাম তার চেয়ে ভালো হয়েছে।
এখন শুধু ছবি দিচ্ছি।
পরে না হয় পুরো লেখা দেবো।
ধন্যবাদান্তে,
অমিত আহমেদ
...