চিঠি হাতে ডাকঘরের বারান্দায় দাড়ানো
উৎকনিঠত, রোদে পোড়া মানুষদের ভেতর
দাড়িয়ে থাকি প্রতিদিন।
লাইন এগিয়ে যায়। চিঠি ফেলে আসি ডাকবাক্সে।
আমি জানি এচিঠির কোনো উত্তর আসবেনা।
কেননা যেখানে চিঠি পাঠাই
তার ঠিকানা জানিনা আমি । চিনিনা ত...
তোমাকে আর মনে পড়ে না
সব কিছুই পুনরাবৃত্তি যেন। একি ভুল, একি কথা, একি জীবন, একি কাজ, একি প্রেম, শহর, দালান কোঠা। কবে যেন একটা গান শুনেছিলাম “চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ”। এ শহরে হাসি মুখ দেখার সুযোগ তেমন হয় না।সবাই শুধু দৌড়...
বেনোজলে ভেসে যায় ফসলের যৌবন।
ভেসে যায় জারুলের ফুল।
আমিও ভাসি
ইশ্বর ভাসতে শেখায়
তাই নজমুল আলবাব
ভেসে যায় সনাতনী
জল ও কাদায়