Archive - জ্যান 21, 2009 - ব্লগ

একলা শরীর, মাঘ-নিশিথের হাওয়া

সুমন সুপান্থ এর ছবি
লিখেছেন সুমন সুপান্থ (তারিখ: বুধ, ২১/০১/২০০৯ - ৩:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কে – লিখেছে চিঠি ভুল বানানে !
কে – শোধরে দিয়েছে অভিধান
কে – কে রেখেছে নগ্ন পৃষ্টা অক্ষরবিহীন
কে – প্রথম পড়েছে সে সারসত্য

কে – সব আরিফরি বেদনায়,
কে – আঙুল ডগায় জমিয়েছে পাপ
কে – পেতেছে দেহ অপ্রস্তুত জ্যোত্‌স্নায়
কে – ভেঙেছে রাত, মৃত্‌ কলসের কানা

কে – ছূঁড়েছে শরীর ঘিরে বৃষ্টিধারা অবিরাম
কে – নেভালো একলা দেউটি নির্দয় ফুত্‌কারে !