- কিছু কথা কাউকে বলা দরকার। অনেকদিন ধরে মনের ভেতর ধরে রেখেছি।
- আমাকে বলা যায়? আমি সবসময় তোর কথা শুনতে রেডি।
- আমি সেটা জানি। সেজন্যই সবচেয়ে কাছের বন্ধুর কথা মনে হলেই তোর কথা মনে পড়ে।
- হুমম... মনে পড়ে বারেক স্যার একবার ক্লাসে বলেছিলেন ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারেনা, বন্ধুত্বের মাঝে প্রেম চলে আসে।
- সেদিন ক্লাসে আমি এইটা শুনে হেসে ফেলেছিলাম... এখনো মনে আছে।
- আর স্যার তোকে বের করে...