মে ডে'র ছুটিতে বাটু কেইভস্ এ বেড়াতে গিয়েছিলাম। কে এল শহরের কাছেই পাথুরে পাহারের গায়ে কিছু গুহায় মন্দির। মালেশিয়ার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় জমায়েত হয় এখানে বছরের শুরুর দিকে। বেশ সুন্দর কারুকাজ চারদিকে, সাথে লর্ড মুরুগানের বিশাল মুর্তি। ২৭২ টা সিঁড়ি বেয়ে প্রধান গুহায় উঠতে গিয়ে প্রাণ প্রায় যায় যায় অবস্থা আমার আর অপুর। বাটু কেইভস্ সম্পর্কে বিস্তারিত জানতে উইকির [url=http://en.wikipedia.org/wik...