বিষ্ণু ফুঁসতাছিল, "ব্যাটা তোরে যে পাগল ছাগল কয় তুই হালায় আসলেই পাগল ছাগল, হালায়..."
"আরে বাল! আমি বুঝসি না বাল.. হালায়... এতো চেতোস ক্যা? ভ্যাটকাইয়া কয় শিবু। একগাদা ছাইয়ের সামনে দাঁড়ায়া খেউড়াইছিল দুইটায়। জায়গাটার কথা আর কি কমু! ধুঁয়া আর ছাইয়ে একাকার। করছে কি শুনেন..
কোন হালায় এক ভস্মাসুর বলে তপস্যা লাগাইছে শিবুর নাম কইরা। হালায় কেমন বাউড়া! ঠ্যাং একটা গাছের ডালে বাইন্ধা উল্টা হইয়া ঝুলসে...
সপরিবারে আকতার : ছবিটি এই অধমেরই তোলা
এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
তার পরিচয় বিশাল হৃদয়
সব মানুষের জন্য।
ছড়া নয়, আমি তার কূলপ্লাবী
ভালোবাসাটারই ভক্ত...
এমন জনকে সাজানো কথায়
শুভেচ্ছা দেয়া শক্ত!
এক আকতার ছড়া লিখে যায়
এই আকতার অন্য,
চোখ ভিজে ওঠে জীবনে এমন
বন্ধু পাওয়ার জন্য!
১২ জুন, ২০০৯