Archive - আগ 31, 2009 - ব্লগ

চকবাজার ইফতারি

উদ্ভ্রান্ত পথিক এর ছবি
লিখেছেন উদ্ভ্রান্ত পথিক [অতিথি] (তারিখ: সোম, ৩১/০৮/২০০৯ - ১:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে ৩-২ এর টার্ম ফাইনাল শেষ হল। শেষটা স্যাররা স্মরণীয় করে রাখার সব ব্যবস্থাই প্রশ্নপ্রত্রে করে রেখেছিলান। যাই হোক ওটা আজকের বিষয় নয়।

আজকে বিকালে ছিলো বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এর চকবাজার ফটোওয়াক। বৃষ্টির কারনে ভেবেছিলাম ওয়াক হবে না। তবে শেষপর্যন্ত ওয়াক হলো।

চকবাজারের অবস্থা বৃষ্টির পর যাচ্ছেতাই। কাদা জমে বিশ্রি অবস্থা। আর মানু্ষে গিসগিস করতেছে। তো ওখানে তোলা কিছু ছবি এ...