শুনেছি বাংলায় আঁতেল শব্দটির আগমন ফরাসি অ্যঁতেলেকচুয়েল শব্দটির লেজ ধরে, তবে ব্যঙ্গাত্মক জাত্যর্থে। মোদ্দা কথা এই— যে ব্যক্তি বা গোষ্ঠী তাঁর বা তাঁদের বুদ্ধিবৃত্তির লেবুটি নিংড়ে অন্যের মুখ তিক্ত করতে ওস্তাদ, তাঁরাই মূলত ওই সকল তিক্তমুখ জনতার ঋণাত্মক ভালোবাসায় আঁতেল খেতাবধারী। তবে এমনও হতে পারে যে— বিষয়বস্তুর আঁত নিয়ে ঘাঁটতে ভালোবাসেন যাঁরা, তাঁরাই আঁতেল। আমার আশাবাদ এই দ্ব...
(১)
কদিন যাবৎ আকাশে মেঘ। বর্ষা আমার অপছন্দ। স্যাঁতস্যাঁতে বাতাস আমার জন্য ভালো না।..না না...সর্দি কাশির কথা বলছি না। সোঁদা বাতাস আমার দাঁতের জন্য খারাপ। এই কদিনের ভেজা আবহাওয়া আমার দাঁতের ক্ষতি করেছে বিস্তর। অবস্থা বেশ শোচনীয়।
দেখতে আমি খুব সুশ্রী নই। দন্তক্রিয়া ব্যতীত অন্যবিধ ক্রিয়াকর্মেও অপারঙ্গম। সত্যি বলতে, দাঁতই এখন আমার সব। এই দাঁতের কল্যাণেই আমি মাঝে মাঝে তার সান্নিধ...