Archive - ফেব 23, 2010 - ব্লগ

বইমেলায় নয়ত শুধু বুকস্, সাথে ফ্রি জ়ুকস্ !!!

লীনা ফেরদৌস এর ছবি
লিখেছেন লীনা ফেরদৌস [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/০২/২০১০ - ২:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কদিন অফিস ছুটির পর বই মেলায় শুদ্ধস্বর স্টলে বসেছি, আমার একটা ছোটখাট বই বের হয়েছে এই সুবাদে। বসার আরো একটা কারণ অবশ্য আছে, মেলায় আসা সচল বন্ধুরা মিলে আড্ডা দেই সামনের বারান্দায় দাঁড়িয়ে আর যখন কেউ থাকেনা তখন ভাললাগা সচলদের বইগুলি পড়া যায় একদম ফ্রীতে( পুরাটাই ফ্রি !!! হি হি হি )।

স্টলে ক্রেতাদের বেশ ভীড়, সমানে বিক্রি হচ্ছে। আমি বই পড়ার ফাঁকে মাঝে মাঝে মাথা ঊচিয়ে দেখি, কে কি কিনছে। বিভ...