Archive - ফেব 5, 2010 - ব্লগ

হিজিবিজি হিজিবিজি

সাবিহ ওমর এর ছবি
লিখেছেন সাবিহ ওমর [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিকাশরজন কুসুমে তা দিই
আকাশে পারদে বিশালতা নেই
ভুবনে ভুবনে ভেড়া গুণে গুণে
দিবসরজনী বহিয়া যায়।

আঁধারের পাশে বাঁধা নেই কালো
ওহে সাকি তুমি বাকিটাও ঢালো!
শরত-শশীতে পশিতে পশিতে
ননীর পেয়ালা উছলি যায়।

ফুলে ফুলে দেখ ঢলে পড়ে জুঁই
বাগানের পথে পুঁইশাক রুই
গাজরের সাথে কী কথা তাহার?
তাহাদের?
কবি জানিতে চায়।

আহা কতকাল দেখিনা তো বনে
মধুকর শাখে গুনগুণ মনে
শাখামৃগ শাখে বাঁকামৃগ কোলে
পর...


হাসতে নাকি জানেনা কেউ-১২

সচল জাহিদ এর ছবি
লিখেছেন সচল জাহিদ (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]বাংলাদেশের রাজনীতিবিদদের কর্মকান্ড বা সংবাদ মাধ্যমে কথা বার্তা শুনে প্রথমে রাগ হত, এখন হাসি পায়। আগে এদের বোকা মনে হত এখন অসহায় মনে হয়।সত্যিকারের চাটুকারিতার বা নিজের দলের দোষ মেনে না নেবার বলয় ছেড়ে এরা দ্বায়িত্বশীলতার বৃত্তে কখনই আসতে পারবেনা হয়ত। এরা মন্ত্রী হয় দলের সেবার জন্য জনগনের নয় যদিও তারা দেশের রাজকোষ থেকে যে অর্থ গ্রহন করে তা জনগনের কষ্টার্জিত উপার্জন থেকেই আস...