তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমায় খুঁজি বাস্তবে;
পাইনা ঢাকায়, বি বাড়িয়ায়,
কোথায় তোমার বাস তবে!?
কোথায় তুমি লুকিয়ে আছো?
দেখতে কেন পাচ্ছিনে?
এই খোঁচা দাও, আবার পালাও,
এমনতো আর চাচ্ছিনে!
কোথায় তোমায় খুঁজবো বলো?
কথায়, কাজে, অন্তরে?
সবুজ মাঠে, খেলার হাটে,
কিংবা নদীবন্দরে?
এত্তো দূরে আর থেকোনা,
এরচে মনের মরণ দাও,
ভক্ত হয়ে ভিক্ষে মাগি,
এই আমাদের শরণ নাও।
যেইখানেতে যাই করে যাই
সুমন রহমান ময়লা খুঁজে পায় না, দেখতে পায় না কোথায় অশ্রদ্ধা আছে, নিন্দা আছে, দ্বেষ আছে, ঈর্ষা আর অসূয়া আছে।
সুমন রহমানের চশমা দরকার।