[justify]
১.
প্রথম আলোর এক খবর থেকে জানলাম, সরকার আর লাইসেন্স দেবে না, কলসেন্টার ভিলেজ গড়ে তুলবে।
সব সরকারের সব মন্ত্রীরই অবকাঠামো খাতে ব্যয়ের একটা বিরাট আগ্রহ থাকে। এর কারণটা সম্ভবত এরকম, অবকাঠামো নির্মাণ খাতের কাজগুলো সাঙ্গোপাঙ্গো চ্যালাচামুণ্ডাদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে দেয়া সোজা, বিল তোলার পর একটা অংশ মন্ত্রী আর ইনজিনিয়ারদের পকেটেও যায়, দেশেরও উন্ন...
পইড়া কঠিন চক্করে
বুঝলো আবু বক্করে
সর্বদা তা' হয়না ভালো
করলে কিছু শখ করে
খুব যে আচানক করে
কইরা বিয়া বক্করে
দেখতেসে তার কইলজাটাতে
উচ্চ বিভব শক করে
বৌটা তাহার মক করে
রাত দিনই হট টক করে
পান থেকে চুন খসলে বলে
নয় সে পরিপক্করে
ঘরটা নিজের লক করে
বইসা ভাবে বক্করে
বিয়ের আগের সেই ব্যাচেলর
লাইফখানাই রক্করে!