Archive - মার্চ 8, 2010 - ব্লগ

বকরবকর.com

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৮/০৩/২০১০ - ১২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পরিচিত এক আপুর পরামর্শে এসে ঢুকলাম সচলায়তনে। একাউন্ট সচল করতে গিয়ে দেখি আমার অচল অবস্থা। নিবন্ধনের পর নাকি আবার 'ডেমো' লেখা দিতে হবে... তারপর পছন্দ হলে সদস্যপদ...!!
কি লিখব বুঝতে পারছিনা। মাথাতেও তেমন কিছু আসছে না। আমার ছেলেবেলার আঁকা ছবি আর লেখা নিয়ে বরং কিছু লিখি। পাঠক বিরক্ত হবেন বলে মাফ চেয়ে নিচ্ছি।

আমার আসলে পাবলো পিকাসো হওয়া উচিৎ ছিল। কেন যানেন? বিচিত্র সব আইডিয়া আসতো মাথায়।...