১.
মাথা ঘুরছে। সত্যিকারে ঘুরছে না, মাথাটা আসলে ব্যাথা করছে। ইদানিং নতুন কোন কাজ হচ্ছে না। খালি দিন রাত শুয়ে বসে কাটাচ্ছি, আর ভাবছি কি করা যায়। একটা বিজ্ঞাপন চিত্রের জন্য যন্ত্র সংগীত রচনা করতে হবে। আমার সামনে ডিরেক্টর সাহেব বসে নানা নির্দেশ দিচ্ছেন। এই রকম করে সুর করবা, ওই রকম যেন অনুভুতি হয় শুনার পর। আজকাল এখানেই সমস্যা হচ্ছে, মাথা থেকে নতুন কোন সুর বের হচ্ছে না। এই বিজ্ঞাপনটা এক...
জহিরুল ইসলাম নাদিম
রঙবাজি ঢঙবাজি
আরো বাজি পটকা,
বাজি হলে ঠক মনে
লাগে ভারী খটকা।
ডিগবাজি খেলে পেট
নেই আশা পুরবার,
ঘোড়া সেও বাজি কিনা
গতি যার দুরবার।
বাজাবাজি করে লোকে
দেয় ঠুকে মামলাই!
বাজির বাজারে বলো
কোন বাজি সামলাই?