পূর্বের পর্ব - বড়বুদুর বৌদ্ধমন্দির
সমগ্র ইন্দোনেশিয়াতে প্রায় ১৫০টি আগ্নেয়গিরি রয়েছে যার মধ্যে ১৩০টি সুপ্ত এবং প্যাসিফিক রিংস অফ ফায়ারের উপরে অবস্থিত। কাজেই যে কোন পর্যটন স্থানে অবধারিতভাবে একটি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায়। বড়বুদুর দেখা হয়ে গেল সকাল এগারটার মধ্যে এবং আমাদের পরবর্তী গন্তব্য প্রামবানান...
বগোডুলের মাও নাই বাপও নাই। ঘরবাড়ি কিছু নাই। চেয়েচিন্তে কুড়িয়ে খায়। কুড়িয়ে পাওয়া বস্তায় ঢুকে রাত্তিরে ফুটপাতে ঘুমায়। একদিন বস্তার ভেতর থেকে মাথা বের করে দেয়ালে হেলান দিয়ে ফুটপাতে ঝিমায় বগোডুল। পাশের ফলের দোকান থেকে আপেল বিক্রির সময় একটা আপেল পড়ে গিয়ে রাস্তায় গড়ায়। বগোডুল দৌড়ে আপেলটা তুলে বস্তায় লুকিয়ে বস্তার উপর বসে আবার ঝিমায়...