Archive - আগ 3, 2010 - ব্লগ

বর্ষার বইমেলায় ২

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: মঙ্গল, ০৩/০৮/২০১০ - ১:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা কাজে আটকে গেলাম বিকেলে। মেলায় যাওয়া নিয়েই সংশয়ে পড়ে গেলাম। কিন্তু যেতে খুব ইচ্ছা। তাই কোনোরকমে হাতের কাজটা শেষ করেই দিলাম দৌড়। ততক্ষণে ৭টা বেজে গেছে। আরিফ জেবতিক ভাই ফোন করেছেন, তিনিও যাচ্ছেন। 
কিন্তু রাস্তায় নেমেই বুঝলাম আজকে কপালে খবর আছে। রাস্তায় কোনো গাড়িই চলছে না, স্রেফ থেমে আছে। অনেক টাকা আর সময় খরচ করে রাস্তায় বসে থাকার চেয়ে হাঁটাই ভালো, হাঁটতে লাগ ...