আপডেট
আপডেট প্রসেস এখন সম্পন্ন। ছোটখাট ফিচার গুলো শিঘ্রী এবং বড় ফিচার গুলো কিছু দিনের মধ্যে ঠিক করা হবে। সিরিয়াস কোনো সমস্যা থাকলে পুনরায় আগের ভার্সনে ফেরার কথা ভাবা যেতে পারে। যে কোনো লেখা এবং মন্তব্যের ব্যাকআপ রাখবেন। এই পোস্টের মন্তব্যে সমস্যা গুলো জানাতে পারেন।
আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।