Archive - আগ 23, 2011 - ব্লগ

কবি যদি বক্তৃতা দিতেন মহান সংসদে……..

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৩/০৮/২০১১ - ১২:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দ্রব্যমুল্য লাফিয়ে বাড়ে
সংযমের মাস রমজানে
কোথায় কিসে গলদ সেটা
আমজনতা কম জানে ।

আমজনতা ক্ষোভে ফাটে
কবিও ভীষন চমকান
যখন শুনে, মন্ত্রী বলে
“রোজার মাসে কম খান” ।