Archive - জ্যান 27, 2012 - ব্লগ

অবশেষে পল ও জেস ফিরে এলো

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: শুক্র, ২৭/০১/২০১২ - ১২:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]আমার প্রিয় একজন ড্যান বন্ধু পল হেগেন থিস্টেড একজন পেশায় একজন উন্নয়নকর্মী। সাম্প্রতিক বছরগুলোতে পল সোমালিয়ায় প্রবীন এবং ধর্মীয় নেতৃবৃন্দকে মবিলাইজ করার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কাজে বিশেষ সাফল্য অর্জন করেছিলো। দেড বছর একই সংস্থায় কাজ করেছি। তারপর আমি যখন সোমালিয়া ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিলাম, তখন পল আমার জায়গায় আসার চেষ্টা করছিলো এবং সম্ভাবনাও ছিলো। কিন্তু পরে পল সোমালিয়ার গ্যালকাইও শহরে