আমি তিন ল্যাব ঘুরে যে ল্যাবে থিতু হয়েছি তার কর্ণধার হলেন ডেনমার্কের এক সত্তর ছুঁই ছুঁই ভদ্রলোক। ছ'টা গ্র্যাড স্টুডেন্ট, অনেকগুলো আন্ডারগ্র্যাড, কোন ল্যাব টেকনিশিয়ান নেই - একজনের থেকে আরেকজনের প্রজেক্ট অনেক ভিন্ন - তবু তিনি হাসিমুখে সামলে যাচ্ছেন সব। এ ভদ্রলোককে যত দেখি তত অবাক হই।