(১)
~বিপাশা~
- “হ্যালো, রীনা এবার শুনতে পাচ্ছিস? ব্লু-টুথটা একটু নড়ে গেছিল। যাইহোক যা বলছিলাম, আরে সে অনেক ঝামেলা। রাজপরিবারে বিয়ে হওয়া যে কি ঝকমারি, সে আর তুই কি বুঝবি?”
- “থামতো বিপাশা! এদিকে ‘হার হাইনেস বিপাশা সিং’ শুনতে নিশ্চয়ই দারুণ লাগে?”
সিনেমাহলে সিনেমা দেখতে গেলে একটা বিষয় নিয়ে আমার মনটা বড়ই খচখচ করতে থাকে। সিনেমার শুরুতেই বাংলাদেশের পতাকা উড়তে থাকে এবং ক্যারক্যারে আওয়াজ করে তারস্বরে বেজে ওঠে আমাদের জাতীয় সঙ্গীত। যেরকম ভৌতিকভাবে আচমকা এই পর্বটা শুরু হয়, সেরকম ভৌতিকভাবেই শেষ হয়ে যায়। ধড়মড়িয়ে দাঁড়িয়ে যাওয়া দর্শকরা হাঁফ ছেড়ে বেঁচে যাওয়ার ভঙ্গিতে আবার ধড়াম করে শরীরটা ছেড়ে দেন সিটের ওপর!