Archive - জুল 21, 2012 - ব্লগ

কোন এক প্রতিষ্ঠান প্রধানের কাছে গরীব বাবার খোলা চিঠি

আচার্য এর ছবি
লিখেছেন আচার্য [অতিথি] (তারিখ: শনি, ২১/০৭/২০১২ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ও হেড স্যার! আমার আশার হইতাছে কী গতি?
আমার পোলার পড়া লেখার করেন যে ক্যান ক্ষতি!
পাঠাইছিলাম পড়তে তারে হইতে মানুষ বড়
সেদিন জিগাই, এখন অ বাপ, মিছিলটা ক্যান কর?
আপনার কাজকর্মে না কি সক্কলে বিরক্ত
আপনে সরেন, চেয়ার ছাড়েন এই বেলা, এই অক্ত।
আর সব স্যার চইল্যা যাবে যদি না যান আপনে,
যার ইশারায় চলেন বলেন সে আপনের বাপ নে?
ভাড়া কইরা টিচার আইনা ক্লাশ চালাবেন কইলেন!