অথচ কোনো নিস্তরঙ্গ সময়ে এখনও স্মৃতির অবয়বে -
বিচ্যুত বিশ্বাস আর ফেরারী সময়।
কিছুটা বিস্মৃতি স্মৃতির জানালা খামচে ধরে নেমে আসে,
খুলে দিলে কিছুটা বিরহী সুবাস, কিছু বিবশ কামনা,
কিছুটা অলস গুমোট এখনও আঁকড়ে ধরে বিনিদ্র দেয়াল।
কাঁটাতার পেরিয়ে এলেই ঘর।
কাঁটাতার পেরিয়ে এলেই দেশ।
কাঁটাতার পেরিয়ে এলেই ঘাস।