হাওয়ার মুখে বাঁশি ধরে বসে আছে কবি শাহীন হাসান কৃষ্ণের মতো। সখিগন সাথে জলকে চলেছে বুলা, যমুনায়। তার রূপে মুগ্ধ হয়ে বাঁশি রেখে নিজের কণ্ঠে গান ধরেছে কৃষ্ণ... কোন বা বৃক্ষের পুষ্প গো লাগে চিনি চিনি চোখেতে মধুর চাওয়া, মুখে হিরামনি।