‘২১শে ফেব্রুয়ারি’ শব্দটি শুনলে এদেশের মানুষের মনে সাথে সাথে অন্তত তিনটি জিনিস মনে পড়ে – এক, শহীদ মিনারের ছবি; দুই, বরকত-সালাম-রফিক-জব্বারের নাম; তিন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটা। আবদুল গাফফার চৌধুরীর লেখা আর শহীদ আলতাফ মাহ্মুদের সুর করা এই গানটি এখন ভাষা আন্দোলনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এই গানের সুরটি যে কী অসাধারণ আর মর্মস্পর্শী সেটা যিনি একবার শুনেছেন তিনিই জানেন।