আজ সোমবার রাত ৯টার দিকে লেখক ও ব্লগার শামসুজ্জোহা মানিককে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। বাসা থেকে তার সকল বই পুস্তক, কম্পিউটার, মনিটর, হার্ডডিস্ক জব্দ করে নিয়ে গেছে।
(আমি পদার্থবিজ্ঞানের ছাত্র হলেও এই লেখায় ইচ্ছা করেই পদার্থবিজ্ঞানের ভাষা এবং সংজ্ঞাগুলো খুব শক্তভাবে ব্যবহার করি নি... কারণ আমার লেখার উদ্দেশ্য মানুষকে বিজ্ঞানটা বুঝানো না, বিজ্ঞানের মানবিক দিকটা তুলে ধরা! এজন্য বিজ্ঞানমনস্ক পাঠকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি!)