Archive - জ্যান 1970 - বইয়ের পৃষ্ঠা

তারিখ
  • সব
  • জ্যান
  • ফেব
  • মার্চ
  • এপ্র
  • মে
  • জুন
  • জুল
  • আগ
  • সেপ
  • অক্টো
  • নভ
  • ডিস
  • সব
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
ধরন

February 9th

দুর্গম গিরি কান্তার মরু

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: সোম, ০৯/০২/২০০৯ - ১০:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ দুর্গম গিরি কান্তার মরু
শিল্পীঃ সমবেত সঙ্গীত
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।।

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!

গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গুরু গর...


February 8th

যদি তোর ডাক শুনে কেউ না আসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ০৮/০২/২০০৯ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রবীন্দ্রসঙ্গীত
শিল্পী:

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে

যদি কেউ কথা না কয়
ওরে ওরে ও অভাগা
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় —
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

যদি সবাই ফিরে যায়
ওরে ওরে ও অভাগা
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় —
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চ...


আমরা মিলেছি আজ মায়ের ডাকে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ০৮/০২/২০০৯ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ আমরা মিলেছি আজ মায়ের ডাকে
শিল্পীঃ অদিতি মহসীন
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা মিলেছি আজ মায়ের ডাকে।
ঘরের হয়ে পরের মতন
ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?

প্রাণের মাঝে থেকে থেকে
আয় ব'লে ঐ ডেকেছে কে,
সেই গভীর স্বরে উদাস করে-
আর কে কারে ধরে রাখে?
আমরা মিলেছি আজ মায়ের ডাকে।

যেথায় থাকি যে যেখানে
বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই প্রাণের টানে টেনে আনে-
সেই প্রাণের বেদন জানে না কে?।
আ...


February 7th

সালাম সালাম হাজার সালাম

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: শনি, ০৭/০২/২০০৯ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা: ফজল-এ-খোদা
সুর:
শিল্পী: আব্দুল জব্বার

সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাঁদের স্মৃতির চরণে

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাঁদের বিজয় মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাঁদের স্মৃতির চরণে

ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত-মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কণ্ঠে তাদ...


February 6th

চল চল চল

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ০৬/০২/২০০৯ - ৪:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ চল চল চল
সুর ও কথাঃ কাজী নজরুল ইসলাম

চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
...


February 5th

পলাশ-ঢাকা কোকিল-ডাকা আমার এ দেশ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বিষ্যুদ, ০৫/০২/২০০৯ - ৫:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা: আজিজুর রহমান
সুর: ধীর আলী মিয়া
শিল্পী: সুবীর নন্দী, ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল, ঝুমা খন্দকার, শারমিন সাথী

পলাশ-ঢাকা কোকিল-ডাকা আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে

ছলছল ছড়িয়ে নিরবধি
রূপালি হাল বইছে নদী
দখিন হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো - এমন কোথাও নাই রে

ঝরঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে
অনেক কথা রূপকথা যে নীরব মায়ায় ...


February 4th

মা গো ভাবনা কেন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: বুধ, ০৪/০২/২০০৯ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি

আমরা হারবো না হারবো না
তোমার মাটি একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দুর্গ-ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি

আমরা পরাজয় মানবো না
দুর্বলতায় বাঁচতে...


February 1st

আমাদের নানান মতে নানান দলে দলাদলি

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: রবি, ০১/০২/২০০৯ - ৩:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশাত্ববোধক গান
লেখা ও সুর: সলিল চৌধুরী
----------------------------

আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউবা চলে ডাইনে বা কেউ বায়ে চলি,
এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখি দেশ, শান্তি ফেরা ঘরে ঘরে প্রানের পরিবেশ
মোরা সবাই যখন একসাথে ভাই মিলি।।

যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখ...


আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: রবি, ০১/০২/২০০৯ - ৩:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
-----------------------------------
সুর: সলিল চৌধুরী

আজ যত যুদ্ধবাজ দেয় হানা হামলাবাজ
আমাদের শান্তি-সুখ করতে চায় লুঠতরাজ
জোটবাধো তৈরি হও যুদ্ধ নয় তোল আওয়াজ
তোল আওয়াজ তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ।।

সাজঘরের নীল আলো আজকে হোক বিপ্রতীক
উদ্ধত শ্বাস ফ্যালে হিংস্রতার সরিসৃপ (আ.....)
এই যে বিংশ শতাব্দী গুলিতে ছিন্ন-ভিন্ন আজ
তোল আওয়াজ - তোল আওয়াজ
যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল ...


ও আমার বাংলা মা তোর

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
লিখেছেন সংসারে এক সন্ন্যাসী (তারিখ: রবি, ০১/০২/২০০৯ - ১২:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা: আবু ওমরাহ মাহমুদ ফকরুদ্দিন
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: ফাহমিদা নবী

ও আমার বাংলা মা
তোর আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে

ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি

বোশেখে তোর রুদ্রভয়ান
কেতন ওড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম-কাঁঠালের হাট বসে কি

শ্যামল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে
শ্রাবণধারায় বর্ষাতে ...