সহজ পাঠ একটি মানুষ কত বছর বাঁচে ? -স্মৃতির পাতায় যত বছর আছে স্মৃতির পাতা থাকে কতকাল? -যতদিন তা না হয় জঞ্জাল।
মৃত্যু তবে স্মৃতির আরেক নাম? -স্মৃতি মেটায় বেঁচে থাকার দাম মানুষ মরে, থাকবে কেন স্মৃতি ? -এটাই তোমার মানুষ হওয়ার রীতি।