Archive - নভ 8, 2007 - বইয়ের পৃষ্ঠা

তারিখ
ধরন

কারো জন্যে নয়

মাহবুবুল হক এর ছবি
লিখেছেন মাহবুবুল হক (তারিখ: বিষ্যুদ, ০৮/১১/২০০৭ - ১১:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সহজ পাঠ
একটি মানুষ কত বছর বাঁচে ?
-স্মৃতির পাতায় যত বছর আছে
স্মৃতির পাতা থাকে কতকাল?
-যতদিন তা না হয় জঞ্জাল।

মৃত্যু তবে স্মৃতির আরেক নাম?
-স্মৃতি মেটায় বেঁচে থাকার দাম
মানুষ মরে, থাকবে কেন স্মৃতি ?
-এটাই তোমার মানুষ হওয়ার রীতি।