একাত্তরে বাংলা যখন ভীষণ রকম ক্রুদ্ধ অত্যাচারের প্রতিবাদে করল শুরু যুদ্ধ। সেই সময়ে বাংলাদেশের অল্প কিছু লোক মনে প্রাণে চায়নি কভু বাংলা স্বাধীন হোক। নিজের দেশের কথা ভুলে পাক বাহিনীর সাথে স্বাধীনতা রুখতে তারা নামলো রণের মাঠে। ...