আজ তবে নীল । আজ সঞ্চিত বেদনা ; ফের যৌথ গানের পরে এই রেখেছি পুষ্প ও বিহঙ্গপুরান বহুকাল পর রেখেছি নিজস্ব চোখ তোমার বাতিঘরে ।