[এক]
স্বপ্নাচ্ছন্ন নিশাচরকে লাভ নেই চাঁদের সুষমা বলে,
বজ্রাহত মানুষ যেমন অনড় থাকে সামান্য শোকে।
পাঁজরের অস্থি ধনুক হয়ে যদি আকাশের দিকে ছুঁড়ে
দেয় জীবাণু-বিষাক্ত হৃৎপিণ্ড তাহলে স্বপ্নাচ্ছন্ন মানুষকে রক্তমাখা
এক চাঁদের কথা শো...
গানটিতে দারুন একটি কর্ড প্রগ্রেশন ব্যবহার করা হয়েছে। ঠিক মতো গাইতে পারলে শুনতে দারুন লাগে।
C Em
মনে পড়ে যায় আমার কৈশ...