মাটিতে গেঁথে আছে ছায়া দেহজুড়ে বিষণ্ন নদী পা থেকে মাথা অবধি।
কারো জন্য অপেক্ষায় আছি যতদিন বাঁচি কদম ফুলের মত নুয়ে পড়া অপেক্ষা কাঠপোকা আর ঘড়ির কানাঘুষার মধ্যে আমার বিরতিহীন পায়চারী এ গৃহউপত্যকায় ছড়িয়েছে উত্ কন্ঠার মৌনতা আম...